নগদ লভ্যাংশ দেবে লোকসানি জিকিউ বলপেন

বড় ধরনের লোকসানের মধ্যে পড়লেও পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড লোকসানে থেকেও শেয়ারহোল্ডারদের পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, জুলাই ২০২০ থেকে ৩০ জুন ২০২১ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। শেয়ারপ্রতি ৫০ পয়সা করে নগদ লভ্যাংশ দেবে কোম্পানিটি।

 

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন আগামী ২৩ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ওইদিন ডিজিটাল প্লাটফরমে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

 

উল্লেখ্য, বিদায়ী বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৫৬ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি ৭ টাকা ২১ পয়সা লোকসান হয়েছিল।