আয় বেড়েছে রেনাটা লিমিটেডের

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই২১-সেপ্টেম্বর২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

 

সূত্র জানায়, শনিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated  EPS) হয়েছে ১৪ টাকা ১৯ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ১২ টাকা ৭০ পয়সা আয় হয়েছিল।

 

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ২৭৮ টাকা ১৮ পয়সা।