দর বৃদ্ধির শীর্ষে জেনেক্স ইনফোসিস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৫.৭২ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

 

জানা গেছে, আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ২১৪ কোটি ৭৭ লাখ ৬১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪২ কোটি ৯৫ লাখ ৫২ হাজার  টাকা।

 

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সাফকো স্পিনিং মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৪ দশমিক ১৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৭ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৫৫ লাখ ১৪ হাজার টাকা।

 

শাইনপুকুর সিরামিকস লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৩ দশমিক ০২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩২ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা।

 

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: বিকন ফার্মাসিটিক্যালস, এএফসি অ্যাগ্রো বায়োটেক, গোল্ডেন সন, ব্রাক ব্যাংক, জেমিনি সি, বেক্সিমকো ও দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড।