পতনের শীর্ষে আলিফ ম্যানুফ্যাকচারিং

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে আলিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেড । এদিন কোম্পানিটির দর ৩ টাকা বা ১৩.৮২ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্র জানায়, বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ১৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১০ হাজার ১৬৪ বারে ২ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৪৫০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৯ কোটি ৬৭ লাখ টাকা।

 

লুজার তালিকার দ্বিতীয় স্থানে থাকা গোল্ডেন সনের ২ টাকা ২০ পয়সা বা ৯.৯৫ শতাংশ দর কমেছে।

 

তালিকার তৃতীয় স্থানে থাকা হামিদ ফেব্রিক্সের দর ২ টাকা ৫০ পয়সা বা ৬.৮৯ শতাংশ কমেছে।

 

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: মোজাফফর হোসেন স্পিনিং, আইসিবি, তুংহাই নিটিং, ডেল্টা স্পিনার্স, মুন্নু ফেব্রিক্স, ন্যাশনাল হাউজিং ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।