ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই২১-সেপ্টেম্বর২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪ টাকা ৫৪ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৩ টাকা ২৫ পয়সা আয় হয়েছিল। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত ইপিএস প্রায় ৪০ শতাংশ বেড়েছে।

অন্যদিকে এককভাবে কোম্পানিটির ইপিএস (Solo EPS) হয়েছে ৪ টাকা ৫৭ পয়সা। গত বছর একই সময়ে একক ইপিএস ছিল ৩ টাকা ২৭ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৩ টাকা ২৩ পয়সা।