দর পতনের শীর্ষে তুংহাই নিটিং
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের
প্রথম কার্যদিবস রোববার (৭ নভেম্বর) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে তুংহাই নিটিংয়ের
শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসই’র
দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার তুংহাই নিটিংয়ের
শেয়ারের ক্লোজিং দাম ছিল ৬.২০ টাকায়। রোববার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং
দাম দাঁড়িয়েছে ৫.৭০ টাকায়। ফলে কোম্পানিটির শেয়ারের দাম ০.৫০ টাকা বা ৮.০৬ শতাংশ কমেছে।
এর ফলে তুংহাই নিটিং ডিএসইর দাম কমার তালিকার শীর্ষে উঠেছে।
এদিন ডিএসইতে দাম কমার তালিকায় উঠে
আসা অন্য কোম্পানিগুলো হল: স্টাইলক্রাফটের ৭.৮৬ শতাংশ, বিডি থাইয়ের ৭.৫৭ শতাংশ, ফার্মা
এইডসের ৭.৪২ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৭.০৫ শতাংশ, আরামিটের ৭ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের
৬.৭২ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৬.৪৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৬.২৫ শতাংশ এবং
ন্যশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারের দাম ৬.১৭ শতাংশ কমেছে।