সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরে লেনদেন শুরু
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমের
লেনদেনে আসার সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের লেনদেন সর্বোচ্চ দরে শুরু হয়েছে। কোম্পানিটির
শেয়ার লেনদেন হয়েছে ১১ টাকায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, অভিহিত মূল্য ১০ টাকায় ইস্যু
হওয়া সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ার দর প্রথম দিন ১ টাকা বেড়ে ১১ টাকায় শুরু হয়েছে।
এক্ষেত্রে কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ বেড়েছে। লেনদেনের ২০ মিনিটের মাথায় কোম্পানিটির
১৫৪টি শেয়ার ১০ বার হাত বদল হয়েছে।
ডিএসইতে ‘এন’ ক্যাটাগরিভুক্ত
সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ডিএসইতে ট্রেডিং কোড হচ্ছে: “SKICL” এবং কোম্পানি
কোড হচ্ছে: ২৫৭৫২।
গত ০২ নভেম্বর কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের
বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে বরাদ্দকৃত শেয়ার জমা হয়।
এর আগে গত ৩ থেকে ৮ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির
আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।
গত ১১ আগস্ট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৮৬তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন
দেয়া হয়।
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স শেয়ারবাজার থেকে
১৬ কোটি টাকা উত্তোলণের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যে শেয়ারবাজারে ১ কোটি ৬০ লাখ শেয়ার
ইস্যু করে।
উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি সরকারি
সিকিউরিটিজ ক্রয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ, নিজস্ব অফিস স্পেস
ক্রয়, তফসিলি ব্যাংকে স্থায়ী আমানত এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের
আর্থিক প্রতিবেদন অনুযায়ী পুন:মূল্যায়ণ ছাড়া শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২১
টাকা ০৯ পয়সা এবং শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৩ পয়সা এবং বিগত পাঁচ বছরের
ভারিত গড় হারে মুনাফা হয়েছে ২ টাকা ৬৫ পয়সা।
আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার
দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।