এস আলম স্টিলের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভূক্ত কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। পরিচালনা পর্ষদের সভায় এই ঘোষণা দেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্রমতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮৮ টাকা।

 

চলতি বছরের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৮৯ টাকায়।

 

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।