অক্টোবরে বাজার মূলধন কমেছে ২২ হাজার কোটি টাকা

পুঁজিবাজারে দীর্ঘদিন ইতিবাচক ধারা অব্যাহত থাকলেও অক্টোবর মাসে ছিল ধীরগতি। আলোচ্য মাসে পুঁজিবাজারে সূচক ও লেনদেন আগের চেয়ে কমেছে। এ সময় বাজার মূলধন কমেছে ২২ হাজার ১৯ কোটি টাকার বেশি।

লেনদেন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত সেপ্টেম্বর মাসের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিলো ৫ লাখ ৮১ হাজার ৫৪৩ কোটি ১২ লাখ ২৯ হাজার টাকা। অক্টোবর মাসের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৫৯ হাজার ৫২৩ কোটি ৬৩ লাখ ৭২ হাজার টাকায়। এক মাসের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ২২ হাজার ১৯ কোটি ৪৮ লাখ ৫৭ হাজার টাকা বা ৩.৭৯ শতাংশ কমেছে।

এদিকে, সেপ্টেম্বর মাসে ডিএসইর সব ধরনের সূচক কমেছে। প্রধান সূচক ডিএসইএক্স অক্টোবর মাসে ৩২৮.০৯ পয়েন্ট বা ৪.৪৮ শতাংশ কমে ৭০০০.৯৪ পয়েন্টে অবস্থান করে। সেপ্টেম্বর মাসের শেষ কার্যদিবস এই সূচকটি ছিলো ৭ হাজার ৩২৯.০৩ পয়েন্টে।

সেপ্টেম্বর মাসের শেষ কার্যদিবসে শরিয়াহ সূচক ছিলো ১ হাজার ৫৯২.০৯ পয়েন্টে, যা অক্টোবর মাসে ১২১.৬০ পয়েন্ট বা ৭.৬৪ শতাংশ কমে এক হাজার ৪৭০.৪৯ পয়েন্টে অবস্থান করে।

এদিকে, ডিএসই-৩০ সূচক অক্টোবর মাসে ৮৯.৯৩ পয়েন্ট বা ৩.৩২ শতাংশ কমে শেষ কার্যদিবসে দাঁড়ায় ২ হাজার ৬২০.৫৯ পয়েন্টে। সেপ্টেম্বর মাসের শেষ কার্যদিবস এই সূচকটি ছিলো ২ হাজার ৭১০.৫২ পয়েন্টে।