ডিএসই থেকে পদত্যাগ করলেন সিআরও

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও) আব্দুল মতিন পাটোয়ারীর পদত্যাগের এক মাস পর এবার সরে দাঁড়ালেন ডিএসইর চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) শওকত জাহান খান।

 

গতকাল মঙ্গলবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএসইর চিফ অপারেটিং অফিসার ও মুখপাত্র সাইফুর রহমান মজুমদার।

 

তবে নিয়ম অনুযায়ী জানুয়ারি থেকে তার পদত্যাগপত্র গৃহীত হবে। সিআরও শওকত জাহান খান ডিসির কাছে পদত্যাগ পত্র দাখিল করেছেন।

 

শওকত জাহান খান (এফসিএমএ) ডিএসইর সিআরও হিসেবে যোগদান করেন গত ১ সেপ্টেম্বর। যোগদানের মাত্র দুই মাস পর তিনি পদত্যাগ করলেন।

 

উল্লেখ্য, ২০২০ সালের ৫ জানুয়ারিতে অসুস্থতার কারণে একেএম জিয়াউল হাসান সিআরও থেকে পদত্যাগ করেন। এরপর থেকে এই পদটি শূন্য হয়।