দর পতনের শীর্ষে সাফকো স্পিনিং মিলস
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার দুই শতাধিক কোম্পানির দরপতনের দিন টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে সাফকো স্পিনিং মিলস লিমিটেড । কোম্পানিটির দর ১ টাকা ৯০ পয়সা বা ৬.৪৮ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ২৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৩৬৩ বারে ২১ লাখ ৩১ হাজার ৭৪০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ১০ লাখ টাকা।
দরপতনের শীর্ষ দশে থাকা অপর কোম্পানিগুলোর
মধ্যে মিথুন নিটিংয়ের ৬ দশমিক ৩৭ শতাংশ, ম্যাকসন স্পিনিংয়ের ৬ দশমিক ২৬ শতাংশ, বাংলাদেশ
ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৩৪ শতাংশ, ওরিয়ন ফার্মার ৪ দশমিক ৭৯ শতাংশ, পেনিনসুলা
চিটাগংয়ের ৪ দশমিক ৭১ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ২৩ শতাংশ,
ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪ দশমিক ২২ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৪ শতাংশ ও লাফার্জ
হোলসিমের শেয়ারদর ৩ দশমিক ৭৯ শতাংশ কমেছে।