সূচকের পতনে লেনদেন শেষ শেয়ারবাজার
সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে
(ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) সূচকের উত্থানে লেনদেন
শুরু হলেও শেষ পর্যন্ত পতনেই হয়েছে ডিএসইর প্রধান সূচকের। তবে আজ টাকার অংকে লেনদেনের
পরিমাণ বেড়েছে কিছুটা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সূচকের উত্থানেই শুরু হয়েছিল
লেনদেন। প্রথম ঘণ্টায় (বেলা ১১টা পর্যন্ত) ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ২২
পয়েন্ট বাড়ে। দুপুর ১টায় সূচক কমে ফিরে যায় আগের কর্মদিবসের অবস্থানে। সবমিলিয়ে লেনদেন
শেষে ‘ডিএসই এক্স’ পূর্ববর্তী কার্যদিবসের
তুলনায় ৪৩ পয়েন্ট হারায়। মঙ্গলবার লেনদেন শেষে সূচকটি এখন অবস্থান করছে ৬ হাজার ৯৫৪
পয়েন্টে।
এর আগের দুই দিনেও (রবি ও সোমবার) সূচকের
পতনে ডিএসইর লেনদেন শেষ হয়েছিল। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ডিএসইর প্রধান সূচক
হারিয়েছিল ৬২ পয়েন্ট। পরের দিনও (সোমবার) লেনদেন শেষে ২ পয়েন্ট হারায় ‘ডিএসই এক্স’।
আজ ‘ডিএসই এক্স’ ছাড়া অপর দুই
সূচকও কমেছে। শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ‘ডিএসই এস’ আগের দিনের তুলনায়
৬ পয়েন্ট কমেছে। এছাড়াও বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ‘ডিএসই ৩০’ কমেছে ১৯ পয়েন্ট।
সূচকের পতনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা
ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির। প্রতিষ্ঠানটির দরপতনের কারণে সূচক
কমেছে ১৩ দশমিক ৪ পয়েন্ট। এছাড়াও ওয়ালটন হাইটেক ও লাফার্স হোলসিমের দরপতনের কারণে সূচক
কমেছে আরও ১০ দশমিক ৮৭ পয়েন্ট।
এই তিন কোম্পানিসহ স্কয়ার ফার্মা, আইসিবি,
ইউনাইটেড পাওয়ার, ওরিয়ন ফার্মা, আইএফআইসি ব্যাংক, ডেল্টা লাইফ ও বিকন ফার্মার দরপতনে
সূচক হারিয়েছে ৩৬ পয়েন্টের বেশি।
মঙ্গলবার ডিএসইর সব সূচকের পতন হলেও আগের
দিনের তুলনায় লেনদেন সামান্য বেড়েছে। আজ দেশের প্রধান শেয়ারবাজারে ১ হাজার ২৯৫ কোটি
১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সোমবার লেনদেন হয়েছিল ১ হাজার ২৭৫ কোটি ৩৯
লাখ টাকার।
মঙ্গলবার লেনদেনের ক্ষেত্রে বড় ভূমিকা
রেখেছে বস্ত্র খাত। ১ হাজার ২৯৫ কোটি ১১ লাখ টাকার মধ্যে এ খাতেই লেনদেন হয়েছে ৩৩৬
কোটি টাকা।
সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইতে ৩৭৬টি
কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে ২০১টিরই শেয়ারদর কমেছে।
দর বৃদ্ধি পেয়েছে ১৪৭টি কোম্পানির। বাকি ২৮টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।
দেশের প্রধান শেয়ারবাজার বাজারে সব সূচকের
পতন হলেও দ্বিতীয় বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) উত্থানে লেনদেন শেষ হয়েছে।
সিএসই সার্বিক সূচক ১৩৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন
হয়েছে ৪৩ কোটি ৫২ লাখ টাকার শেয়ার।