লেনদেনের শীর্ষে বেক্সিমকো

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির মোট ১২৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

সূত্র জানায়, আজ সোমবার কোম্পানিটি মোট ৭৮ লাখ ৫৬ হাজার ২৯টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটির ৫২ লাখ ৯ হাজার ৩৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৯ কোটি ৮৬ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ৩ কোটি ৬ লাখ ২৭ হাজার ৫০৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য কোটি লাখ টাকা।

 

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: ওরিয়ন ফার্মা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সাইফ পাওয়াটেক, মালেক স্পিনিং, বেক্সিমকো ফার্মা, জেনেক্স ইনফোসিস ও আলিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেড।