করোনার ভ্যাকসিন তৈরী করবে এএফসি অ্যাগ্রো
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এএফসি
অ্যাগ্রো বায়োটেক করোনার ভ্যাকসিন উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে কোম্পানিটির
সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্য সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্স ইন সাইন্স ও জেএনডি
বায়োটেক, ইমারেজেন্ট বায়োটেকের মধ্যে সমঝোতা সই হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২৫ অক্টোবর) এই সমঝোতা চুক্তি
সই হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ও এএফসি
অ্যাগ্রোর নির্বাহি চেয়ারম্যান মেজর রেজনারেল (অব:) মো. সারোয়ার হোসাইন সাক্ষর করেছেন।
এই প্রতিষ্ঠানগুলোর তৈরী ভ্যাকসিনের নাম
হবে ডিইউবিডি-ভিএসি। এছাড়া সমঝোতা চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানগুলো অন্যান্য অসুখ বিষয়ে
গবেষণা ও উন্নয়নে কাজ করবে।