দর কমার শীর্ষে অলিম্পিক এক্সেসরিজ
ঢাকা স্টক এক্সচেঞ্জে
(ডিএসই) সোমবার (অক্টোবর) দরপতনের শীর্ষে রয়েছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। ডিএসই
সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ কোম্পানিটির
দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৯১ শতাংশ কমেছে।
সূত্র মতে, আজ
কোম্পানিটির দর ১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ
১০ টাকা দরে লেনদেন হয়।
লুজার তালিকার
দ্বিতীয় স্থানে থাকা সামিট পাওয়ারের ৪ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৩১ শতাংশ দর কমেছে।
তালিকার তৃতীয়
স্থানে থাকা ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলসের ১ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৯০ শতাংশ
দর কমেছে।
লুজার তালিকায়
থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইসলামিক ফাইন্যান্স, তুংহাই নিটিং অ্যান্ড ডাইং, হাইডেলবার্গ
সিমেন্ট, মেঘনা পেট, তাল্লু স্পিনিং, এস.আলম কোল্ড রোল্ড স্টিল ও জাহিন স্পিনিং মিলস
লিমিটেড।