দর কমার শীর্ষে মেঘনা মিল্ক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৮ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৩২৪টি শেয়ারদর কমেছে। এর মধ্যে মেঘনা কনডেন্স মিল্কের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার মেঘনা কনডেন্স মিল্কের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ১৮ শতাংশ কমেছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির শেয়ারদর ১ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ৪৫ শতাংশ কমেছে।

আজ তালিকার তৃতীয় স্থানে থাকা ঢাকা ডাইয়িংয়ের শেয়ারদর কমেছে ১ টাকা ৮০ পয়সা বা ৭ দশমিক ৯৩ শতাংশ।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হলো- সাভার রিফ্রাক্টরিজ, উসমানিয়া গ্লাস, অলিম্পিক এক্সেসরিজ, বিডি ওয়েল্ডিংয়, পেপার প্রসেসিংয়, আইএলএফএসএল এবং মনোস্পুল পেপার।