আইপিডিসির ঋণ পোর্টফোলিওর আকার বেড়েছে ১৫%
চলতি ২০২১ হিসাব
বছরের প্রথম তিন প্রান্তিক শেষে ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইপিডিসি
ফাইন্যান্স লিমিটেডের ঋণ পোর্টফোলিওর আকার দাঁড়িয়েছে ৬ হাজার ২৫৮ কোটি টাকা। এর মধ্যে
করপোরেট ৫১, এসএমই ২৮ ও রিটেইল ২১ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় এ বছরের সেপ্টেম্বর
শেষে প্রতিষ্ঠানটির ঋণ পোর্টফোলিওর আকার বেড়েছে ১৫ দশমিক ৩ শতাংশ।
আইপিডিসি ফাইন্যান্সের
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক ফলাফলের
বিভিন্ন দিক বিশ্লেষণে দেখা যায়, তৃতীয় প্রান্তিক শেষে প্রতিষ্ঠানটিতে গ্রাহকের আমানতের
পরিমাণ ১৪ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৫৩ কোটি ৩০ লাখ টাকা হয়েছে। এ বছরের সেপ্টেম্বর
শেষে এর আগের প্রান্তিকের তুলনায় কোম্পানিটির খেলাপি ঋণের পরিমাণ কিছুটা কমে ১ দশমিক
৭৬ শতাংশে দাঁড়িয়েছে।
অন্যদিকে চলতি
হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির পরিচালন আয় প্রায়
গত বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ২ শতাংশ বেড়ে প্রায় ২৩৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।
এ সময়ে পরিচালন ব্যয় বেড়েছে ৭ দশমিক ৪ শতাংশ।
পরিচালন ব্যয় হয়েছে ৮৯ কোটি ২০ লাখ টাকা। পরিচালন মুনাফা ২৪ দশমিক ২ শতাংশ বেড়ে
১৪৩ কোটি ৭০ লাখ টাকায় দাঁড়িয়েছে। আলোচ্য সময়ে নিট মুনাফা বেড়েছে ২৫ দশমিক ৪ শতাংশ।
এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৬৩ কোটি টাকা। তিন প্রান্তিকে ইপিএস হয়েছে ১ টাকা
৭০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৫ পয়সা।