মুনাফা তুলে নেয়ার প্রবণতায় বিনিয়োগকারীরা
পুঁজিবাজারের
বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেয়ার প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। এতে সম্প্রতি পুঁজিবাজারে
শেয়ার বিক্রির চাপ বেড়ে গেছে। বিক্রির চাপে পাঁচ কার্যদিবস ধরে পুঁজিবাজারে টানা দরপতন
চলছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় দশমিক ৮ শতাংশ
কমেছে। পাশাপাশি কমেছে টাকার অংকের লেনদেনও। আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে
(সিএসই) সূচক ও লেনদেন কমেছে।
বাজার বিশ্লেষকরা
বলছেন, সাম্প্রতিক সময়ে লাফার্জহোলসিম বাংলাদেশ, বিকন ফার্মাসিউটিক্যালস ও ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের
মতো বেশকিছু কোম্পানির শেয়ারদর অনেক বেশি বেড়ে গিয়েছিল। ফলে এখন স্বাভাবিকভাবেই এসব
শেয়ারের মূল্য সংশোধন হচ্ছে। তাছাড়া গত কয়েক মাসের উত্থানে তালিকাভুক্ত অনেক কোম্পানির
শেয়ারের দর বেড়েছে। সেগুলোও বর্তমানে কিছুটা দর সংশোধনের পর্যায়ে রয়েছে। এসব মিলিয়েই
কয়েকদিন ধরে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেয়ার প্রবণতা দেখা
যাচ্ছে। পাশাপাশি শেয়ার বিক্রির অর্থ এখনই নতুন করে না খাটিয়ে বিনিয়োগকারীরা বাজার
পরিস্থিতি কোন দিকে যায় সেটি পর্যবেক্ষণ করছেন। এতে বাজারে ক্রয়ের তুলনায় বিক্রির চাপ
বেড়ে যাওয়ার কারণে সার্বিকভাবে সূচকের পতন দেখা যাচ্ছে।
বাজার পর্যালোচনায়
দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর সূচক কিছুটা ঊর্ধ্বমুখী ছিল। তবে ২ মিনিট পর থেকেই
শেয়ার বিক্রির চাপ বাড়তে থাকে। মাঝে কিছুটা ঊর্ধ্বমুখিতা দেখা যায় এবং দুপুর ১২টার
দিকে ৪০ পয়েন্ট যোগ হয় সূচকে। অবশ্য এর পর থেকেই ছন্দপতন ঘটে পুঁজিবাজারে এবং শেষ পর্যন্ত
সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। গতকাল ডিএসইএক্স প্রায় ৫৭ পয়েন্ট কমে ৭ হাজার
১৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে, যা এর আগের কার্যদিবসে ছিল ৭ হাজার ২৪৩ পয়েন্টে। গতকাল সূচকের
পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড (এলএইচবিএল), বিকন ফার্মাসিউটিক্যালস,
ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও জিপিএইচ ইস্পাত লিমিটেডের
শেয়ারের।
বিনিয়োগ ব্যাংকার
ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান বলেন,
সাম্প্রতিক সময়ে বেশকিছু কোম্পানির শেয়ারদর অনেক বেড়েছে। পাশাপাশি এ সময়ে সূচকেও ভালো
পয়েন্ট যোগ হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এখন কিছুটা দর সংশোধন দেখা যাচ্ছে। তবে এটি সাময়িক।
এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সার্বিক সব সূচকেই পুঁজিবাজার বিনিয়োগের জন্য অনুকূল
অবস্থানে রয়েছে বলে মনে করছেন তিনি।
এদিকে ডিএসইর
শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে দশমিক ২১ পয়েন্ট কমে ১ হাজার ৫৪৬ পয়েন্টে অবস্থান
করছে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৪ পয়েন্ট কমে গতকাল ২ হাজার ৭০৫ পয়েন্টে
দাঁড়িয়েছে।