দরবৃদ্ধির শীর্ষে গোল্ডেন সন
ঢাকা স্টক এক্সচেঞ্জে
(ডিএসই) সোমবার (১৮ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া মাত্র ৩৩টি কোম্পানির শেয়ারদর বেড়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে গোল্ডেন সন লিমিটেডের শেয়ারদর।
ডিএসই সূত্রে
এ তথ্য জানা গেছে।
সূত্র মতে,
সোমবার কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৭৬ শতাংশ
বেড়েছে।
আজ দরবৃদ্ধির
তালিকায় থাকা সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের শেয়ারদর আগের তুলনায় ১ টাকা ১০ পয়সা
বা ৫ দশকি ২৪ শতাংশ বেড়েছে।
তালিকার তৃতীয়
স্থানে ছিল বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ টাকা বা ৪
দশমিক ৪৮ শতাংশ বেড়েছে।
সপ্তাহের দ্বিতীয়
কর্মদিবসে গেইনার তালিকায় থাকা অপর কোম্পানিগুলো হলো- সোনালী পেপার, ন্যাশনাল হাউজিং
ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট, ওরিয়ন ফার্মা, আনোয়ার গ্যালভানাইজিং, শেফার্ড, আরামিট
ও ফেকডিল।