সাপ্তাহিক দর পতনের শীর্ষে দেশ গার্মেন্টস

দেশের প্রধান শেয়ারবাজার বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর হারিয়েছে দেশ গার্মেন্টস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪০ টাকা বা ১৪.৯৯ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিথুন নিটিংয়ের দর কমেছে ১৩.৩৩ শতাংশ। তৃতীয় স্থানে থাকা মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের দর কমেছে ১১.১৮ শতাংশ।

 

অন্য কোম্পানিগুলোর মধ্যে শ্যামপুর সুগারের ১১.১৬ শতাংশ, ঝিলবাংলা সুগারের ৯.৯৭ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ৯.৯১ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৯.৫৪ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৯.১৫ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৯.০৯ শতাংশ এবং মনোস্পুল পেপারের শেয়ার দর ৮.৭৬ শতাংশ কমেছে।