গেইনারের শীর্ষে ইস্টার্ন ইন্সুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ইস্টার্ন ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, সোমবার কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা ১০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। ক্লোজিং দর দাঁড়ায় ১৫৫ টাকা ৩০ পয়সায়। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিকের দর বেড়েছে ৮.৭১ শতাংশ। তৃতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিং এন্ড পেপারের দর ৭.৯৪ শতাংশ বেড়েছে।

 

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মার ৭.৭৩ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৭.০১ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৬.৭৪ শতাংশ, একটিভ ফাইনের ৬.০৪ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৫.৬০ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৪.৫৭ শতাংশ এবং মেঘনা সিমেন্টের ৪.১৮ শতাংশ দর বেড়েছে।