বাংলাদেশে ২১২৫ কোটি টাকা ঋণ অনুমোদন এডিবির
পরিস্থিতিতে বাংলাদেশকে অর্থনৈতিক পুনরুদ্ধার
কর্মসূচি বাস্তবায়নে শিক্ষাসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ২৫ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন
ব্যাংক (এডিবি)। অর্থাৎ দুই হাজার ১২৫ কোটি টাকা ঋণ দিতে যাচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক
(এডিবি)।
শনিবার এডিবির বোর্ড সভায় এ ঋণ প্রস্তাবের
অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এডিবি জানিয়েছে, টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধার
কর্মসূচির আওতায় মোট ৫০ কোটি ডলার ঋণ দেওয়া হবে। এর প্রথম কিস্তির ২৫ কোটি ডলারের অনুমোদন
শনিবার দেওয়া হলো।
প্রতিষ্ঠানটি আরও জানায়, এ কর্মসূচির উদ্দেশ্য
করোনাভাইরাস মহামারি থেকে দ্রুত এবং টেকসই পুনরুদ্ধার। এ ঋণের আওতায় কর্মসংস্থান সৃষ্টির
পাশাপাশি ক্ষুদ্র-উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারিত
করা হবে।