লেনদেনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, আজ কোম্পানিটির ১৪৯ কোটি ৫৯ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৬৪ কোটি ২২ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল ফিড মিলের শেয়ার লেনদেন হয়েছে ৫৯ কোটি ৫৩ লাখ ১৯ হাজার টাকার।

 

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো: এনআরবিসি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, লংকা বাংলা ফাইন্যান্স, লিন্ডে বিডি, সাইফ পাওয়ার, স্কয়ার ফার্মা ও ডমিনেজ স্টীল লিমিটেড।