দর বৃদ্ধির শীর্ষে উত্তরা ফাইন্যান্স
সপ্তাহের প্রথম
কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর ৮৩টির বা
২২.০৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন কোম্পানিগুলোর মধ্যে উত্তরা ফাইন্যান্সের
শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে,
আগের কার্যদিবস উত্তরা ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৬.৮০ টাকায়। আজ রবিবার
(১২ সেপ্টেম্বর) লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫১.৪০ টাকায়। অর্থাৎ আজ
কোম্পানিটির শেয়ার দর ৪.৬০ টাকা বা ৯.৮২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে উত্তরা ফাইন্যান্স
ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
আজ ডিএসইতে
টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে নিটল ইন্স্যুরেন্সের ৯.৪৯ শতাংশ,
আলিফ ইন্ডাস্ট্রিজের ৯.১৪ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৯.০৬ শতাংশ, কোহিনুর
কেমিক্যালের ৮.০৫ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৭.৮২ শতাংশ, ফার্মা এইডসের ৭.৫০
শতাংশ, এমবি ফার্মার ৭.৪৪ শতাংশ, লিনডে বিডির ৬.২৪ শতাংশ এবং বিডি ল্যাম্পসের শেয়ার
দর ৬.০৪ শতাংশ বেড়েছে।