আগামীকাল মাস্টার ফিডের কিউআইও আবেদন শুরু
পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া মাস্টার ফিড এগ্রোটেক
লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) রোববার (১২ সেপ্টেম্বর) থেকে আবেদন গ্রহণ
শুরু হবে। কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে
প্রতিটি ১০ টাকা মূলে ১ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ১০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত
অর্থ দিয়ে কার্যকরী মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।
এর আগে গত ১৪ জুলাই বিএসইসির ৭৮৪তম সভায়
কোম্পানিটিকে কিউআইও মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়া হয়।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে
নিয়োজিত রয়েছে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল
পাটনার্স ইনভেস্টমেন্ট।