দর বৃদ্ধির শীর্ষে আইসিবি
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার
(২৬ আগস্ট) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৫টির বা ২৭.৯৩ শতাংশের শেয়ার
ও ইউনিট দর বেড়েছে। আজ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) শেয়ারের প্রতি
বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য
জানা গেছে।
সূত্র জানায়, বুধবার আইসিবির শেয়ারের ক্লোজিং
দর ছিল ১২৩.৩০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩৫.৬০ টাকায়। অর্থাৎ
আজ কোম্পানিটির শেয়ার দর ১২.৩০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আইসিবি ডিএসইর
টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা
অন্য কোম্পানিগুলোর মধ্যে সিভিও পেট্রোকেমিক্যালের ৯.২০ শতাংশ, আজিজ পাইপসের ৮.৯৪ শতাংশ,
আলহাজ্ব টেক্সটাইলের ৮.৭৫ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৮.৪৪ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের
৭.৬৯ শতাংশ, ন্যাশনাল টি’র ৭.৪৮ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৭.২১
শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৭.০১ শতাংশ এবং ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট
দর ৬.৩৮ শতাংশ বেড়েছে।