শেয়ার দর পতনের শীর্ষে এইচআর টেক্সটাইল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এইচআর টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

 

জানা গেছে, সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৯৭ বারে ৬ লাখ ১৫ হাজার ১৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৬ লাখ টাকা।

 

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিঅ্যান্ডএ টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪০৭ বারে ৬৯ লাখ ৪৭ হাজার ৬০৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৩ লাখ টাকা।

 

তালিকায় তৃতীয় স্থানে থাকা সুহৃদের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬০৭ বারে ৩৪ লাখ ৭৫ হাজার ৬৬৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৫৪ লাখ টাকা।

 

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- কুইন সাউথ টেক্সটাইলের ৩.৮৫ শতাংশ, আফতাব অটোর ৩.৭৬ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৩.৬৬ শতাংশ, জেনেক্সের ৩.৫৫ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৩.৪৭ শতাংশ, আরএসআরএম স্টিলের ৩.৩৬ শতাংশ এবং প্রাইমটেক্সের শেয়ার দর ৩.০১ শতাংশ কমেছে।