দর বাড়ার শীর্ষে আজিজ পাইপস
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে
(ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে আজিজ পাইপস লিমিটেড। আজ শেয়ারটির দর
বেড়েছে ১১ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৩০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন
হয়। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য মতে, আজ রোববার কোম্পানিটি ৩১৪ বারে
১ লাখ ৩৭ হাজার ৪৬১টি শেয়ার লেনদেন করে।
প্রসঙ্গত, দীর্ঘ ৯ মাস উৎপাদন বন্ধ থাকার
পর আগামী ১ অক্টোবর থেকে উৎপাদন শুরু করবে আজিজ পাইপস। আজ কোম্পানিটি এমন খবর প্রকাশের
পর লেনদেনের শুরু থেকেই শেয়ারটির দর বাড়তে থাকে। এক পরযায়ে শেয়ারটি বিক্রেতা শূন্য
হয়ে হল্টেড হয়ে যায়। এর ফলে শেয়ারটি আজ দর বৃদ্ধির সর্বোচ্চ স্থানে উঠে এসেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনারগাঁও
টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। এদিন কোম্পানিটি
সর্বশেষ ২৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে অ্যাসোসিয়েটেড
অক্সিজেন লিমিটেড। আজ কোম্পানিটির দর ৫ টাকা ৫০ পযসা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির
শেয়ার সর্বশেষ ৬১ টাকা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো
হচ্ছে- মেট্রো স্পিনিং, রিং শাইন টেক্সটাইল, আল-হাজ্ব টেক্সটাইল, জনতা ইন্স্যুরেন্স,
সাউথবাংলা ব্যাংক, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড।