বিশ্বসেরা ব্যাটসম্যান কোহলী কি ব্যাটিং ভুলে গেছে
করোনার আগে দুরন্ত ছন্দে ছিলেন ভারতের
অধিনায়ক বিরাট কোহলি। একের পর এক মাইলফলক স্পর্শ করে নিজেকে নিয়ে যাচ্ছিলেন অনন্য উচ্চতায়।
কিন্ত হঠাৎই যেন সব দৃশ্যপট পাল্টে গেছে। তবে কি ব্যাটিংটাই ভুলে গেলেন বিশ্বসেরা এই
ব্যাটসম্যান!
২০১৮ সালে ইংল্যান্ড সফরে দুই সেঞ্চুরি
ও তিন ফিফটিতে করেছিলেন ৫৯৩ রান তিনি। সেই কোহলির ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না এবারের
সফরে। গত তিন ইনিংসে মাত্র ৬২ রান এসেছে তার ব্যাট থেকে। দলের ভীষণ প্রয়োজনের সময় দলের
হাল ধরতে বারবার ব্যর্থ হচ্ছেন।
চলতি ইংল্যান্ড সফরে বিরাট কোহলিকে একই
ভুলের পুনরাবৃত্তি করতে দেখা যাচ্ছে। টিম ইন্ডিয়ার কাপ্তানকে কার্যত একইভাবে আউট হতে
দেখে মোটেও খুশি নন সুনীল গাভাস্কার। সাবেক এই তারকার মতে, চলতি ইংল্যান্ড সফরে মোটেও
ভালো খেলছেন না কোহলি।
লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৪২ রান করেছিলেন
কোহলি। তবে দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত ২০ রানের মাথায় আউট হয়ে বসেন। চতু্র্থ দিনের পিচে
কোহলির শুরুতেই অফ-স্টাম্পের বাইরের বল তাড়া করতে যাওয়া, ক্রস-ব্যাটে শর্ট খেলার চেষ্টা,
এমন একাধিক বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে বিস্তর। তবে গাভাস্কার মনে করেন, এটাই কোহলির
চিরায়ত ব্যাটিং পদ্ধতি। এভাবে খেলেই ৮ হাজারের মাইলফলক ছুঁয়েছে সে।
তবে এবার যে বিষয়টা সাবেক এই লিজেন্ডকে
অবাক করেছে, তা হলো কোহলির ব্যাটিং টেকনিক। তার মতে, ব্যাট ও পায়ের মধ্যে সামঞ্জস্য
না থাকাই বুঝিয়ে দিচ্ছে কোহলি এ সিরিজে ব্যাট হাতে মোটেও স্বাচ্ছন্দ্যে ছিলেন না।
তিনি বলেন, ‘এই পদ্ধতি তার
জন্য কার্যকর প্রমাণিত হয়েছে। এভাবে খেলেই ৮ হাজার রান করেছে সে। তবে এবার ও বড্ড বেশি
অফ-স্টাম্পের বাইরের বল খেলছে, সেটাও ইনিংসের একেবারে শুরুতেই। এখন ওর পা এক জায়গায়
রয়েছে তো ব্যাট রয়েছে অন্য জায়গায়। যার মানে, ও মোটেও ভালো খেলেনি।’
এদিকে সমর্থকদেরও প্রশ্নবাণে বিদ্ধ হচ্ছেন
ভারত অধিনায়ক। তাদের মতে, বিরাট কোহলি তো প্রয়োজনের সময়ে দলের হাল না ধরে মাত্র
২০ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন। দলের প্রয়োজনে যেভাবে ইংল্যান্ড অধিনায়ক জো রুট
হাল ধরেছিলেন, সে রকম কোনো কিছুই করতে দেখা যায়নি ভারত অধিনায়ককে। টানা ব্যর্থ হচ্ছেন।
সেই সঙ্গে তার দল নির্বাচন নিয়েও প্রশ্ন
উঠে গেছে। লর্ডসে মঈন আলি দুর্দান্ত বল করছেন, সঙ্গে উইকেটও পাচ্ছেন। অথচ এই মুহূর্তে
বিশ্বের সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখেছেন কোহলি। অশ্বিনকে
একাদশে না রাখার কারণটাও খুব পরিষ্কার নয়। রবীন্দ্র জাদেজাকে খেলাচ্ছেন বিরাট। কিন্তু
জাদেজা চূড়ান্ত ব্যর্থ। ব্যাট-বল কিছুতেই সফল নন। স্বাভাবিকভাবে বিরাটের অধিনায়ত্বও
নিয়েও প্রশ্ন উঠছে!
পঞ্চম তথা শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায়
লর্ডস টেস্ট। মার্ক উড ও মঈন আলির বোলিং তোপে শেষদিকে তিন উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে
ভারত ৬ উইকেট হারিয়ে ১৮১ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে। ৪ উইকেট হাতে রেখে ভারতের
লিড ১৫৪ রান।
রিশভ পন্ত ব্যক্তিগত ১৪ ও ইশান্ত শর্মা
৪ রান নিয়ে আজ (১৬ আগস্ট) পঞ্চম তথা শেষ দিনের খেলা শুরু করবেন। ইংল্যান্ডের পক্ষে
মার্ক উড ৩টি, মঈন আলী ২টি ও স্যাম করন ১টি উইকেট শিকার করেন।
উল্লেখ্য, ভারত প্রথম ইনিংসে ৩৬৪ রান করে।
জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ড করে ৩৯১ রান