দায় মেটানোর ব্যাখ্যা দিতে ২২ দিন সময় পেল ইভ্যালি
গ্রাহক ও মার্চেন্টদের প্রতি চলমান দায়ভার
স্পষ্ট করার ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার জন্য আলোচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালিকে
২ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের।
আজ (বৃহস্পতিবার) বাণিজ্য মন্ত্রণালয় এক
নোটিশে এ সংক্রান্ত তথ্য সরবরাহ করারও নির্দেশ দেয় প্রতিষ্ঠানটিকে।
এছাড়া, ইভ্যালিকে ১৫ জুলাই পর্যন্ত সময়কালের
কোম্পানি সম্পদ ও দায় বিবরণী আগামী ১৯ আগস্টের মধ্যে এবং একই সময়কালের হিসাবে গ্রাহকের
কাছে মোট দেনার পরিমান ও এ সংশ্লিষ্ট গ্রাহক সংখ্যা ২৬ আগস্টের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে
জমা দিতে বলা হয়েছে।
এর আগে, দায় মেটানোর ব্যাখ্যা দিতে ৬
মাস সময় চেয়ে গত ২ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় ইভ্যালি।
তারও আগে, গত ১৯ জুলাই বহুল আলোচিত-সমালোচিত
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবসা পদ্ধতি ও গ্রাহক ভোগান্তির কারণে প্রতিষ্ঠানটির
বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, সে কারণ দর্শানোর নোটিশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
নোটিশে ইভ্যালির আর্থিক ত্রুটির বিষয়ে
বাংলাদেশ ব্যাংক প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ব্যাখ্যা চাওয়া হয় প্রতিষ্ঠানটির কাছে।
১ আগস্টের মধ্যে নোটিশে উল্লেখিত বিষয়ের ব্যাখ্যা দিতে বলা হয়।
গ্রাহক ও মার্চেন্টদের সুরক্ষা এবং ই-কমার্স
খাতে নেতিবাচক প্রভাব রোধে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিওটিও সেল সেদিন ওই নোটিশ পাঠায়।
এরও আগে, ১৮ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের
সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে জানিয়ে মন্ত্রণালয়ের
অতিরিক্ত সচিব ও ডাব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে
বলেছিলেন, 'ইভ্যালি কীভাবে গ্রাহক ও মার্চেন্টদের বকেয়া পরিশোধ করতে তার ব্যাখ্যা চেয়ে
সোমবারই (১৯ জুলাই) চিঠি পাঠানো হবে।'
'ব্যাখ্যা সন্তোষজনক না হলে কোম্পানি আইন
অনুযায়ী আদালতের মাধ্যমে লিকুইডেটর নিয়োগ দিয়ে ইভ্যালির সম্পদ বিক্রি করে গ্রাহক ও
মার্চেন্টদের পাওনা মেটানো কিংবা ইভ্যালির সম্পদ জব্দ করার উদ্যোগ নেওয়া হবে। এক্ষেত্রে
বাণিজ্য মন্ত্রণালয় নিজেও মামলা করতে পারে,' যোগ করেছিলেন তিনি।