অতীতের সব রেকর্ড ভেঙ্গে নতুন উচ্চতায় ডিএসই
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের
ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট
বা ১ শতাংশ বেড়ে ৬ হাজার ৬৯৯ পয়েন্টে অবস্থান করছে। যা সূচকটির অতীতের সব রেকর্ড ভেঙ্গে
নতুন উচ্চতায় পৌঁছেছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার
ডিএসইতে ২ হাজার ৬৬১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের
দিন থেকে ৪৪৮ কোটি ৮০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২
হাজার ২১২ কোটি ৮৯ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স
৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৯৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক
২৯ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির
শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৯টির, দর কমেছে ১৪৪টির এবং দর অপরিবর্তিত
রয়েছে ২৩টি কোম্পানির।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৭ জানুয়ারি সূচকটি
চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ অবস্থান।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে
(সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২৩৭ পয়েন্ট বেড়ে ১৯ হাজার
৫১৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৮৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার।