দর বৃদ্ধির শীর্ষে সিভিও পেট্রোকেমিক্যাল
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে
(ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪২টির বা ৬৪.৭১ শতাংশের শেয়ার ও ইউনিট
দর বেড়েছে। আগের কার্যদিবসের মতো আজও সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের
আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার লেনদেন শেষে সিভিও
পেট্রোকেমিক্যালের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২৩ টাকায়। আজ বৃহস্পতিবার (০৫ আগস্ট) লেনদেন
শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩৫.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১২.৩০
টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সিভিও পেট্রোকেমিক্যাল ডিএসইর টপটের গেইনার তালিকার
শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা
অন্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুডের ৯.৯৫ শতাংশ, সিমটেক্সের ৯.৮১ শতাংশ, মালেক
স্পিনিংয়ের ৯.৭০ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯.৫৭ শতাংশ, এপোলো ইস্পাতের ৯.১৭ শতাংশ,
গোল্ডেন হার্ভেস্টের ৯.০৪ শতাংশ, ফার কেমিক্যালের ৮.৫৮ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ৮.৫০
শতাংশ এবং রহিমা ফুডের শেয়ার দর ৭.৮৮ শতাংশ বেড়েছে।