পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী দেশের
সব ব্যাংক বুধবার (৪ আগস্ট) বন্ধ থাকবে। যার ফলে বুধবার পুঁজিবাজারেও লেনদেন বন্ধ রয়েছে।
ব্যাংক ছাড়া পুঁজিবাজারের আর্থিক লেনদেন সম্ভব না হওয়ায় বাধ্য হয়েই বন্ধ রাখতে হচ্ছে
এই বাজারকে।
এর আগে গত রোববারও ব্যাংক বন্ধ থাকায় পুঁজিবাজার
বন্ধ ছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ
তথ্য জানা গেছে।
করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় গত ২৮
জুলাই কেন্দ্রীয় ব্যাংক চলতি সপ্তাহের রোববার ও বুধবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত
নিয়েছে। যে কারনে এই ২দিন পুঁজিবাজারও বন্ধ রয়েছে।
জানা গেছে, চলতি সপ্তাহে ৩ কার্যদিবস লেনদেন
হবে পুঁজিবাজারে। তবে এই ৩ কার্যদিবস ব্যাংকের সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারে লেনদেন
২টা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
এর আগে, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে
গত ১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউনে ব্যাংকিং লেনদেন কমিয়ে আনা হয়। এতে পুঁজিবাজারের
লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত কমিয়ে আনা হয়। এরপরে গত ৮ জুলাই থেকে
ব্যাংকিং লেনদেন সময় বাড়ানোর সঙ্গে সঙ্গে পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টা থেকে বাড়িয়ে
দুপুর ২টা পর্যন্ত করা হয়।
এরপরে ১৫, ১৮ ও ১৯ জুলাই ব্যাংকিং লেনদেন
সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করার আলোকে পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টা থেকে
দুপুর ২.৩০টা পর্যন্ত করা হয়। যা ঈদের পর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন
হয়ে আসছিল।