শেয়ার দর বাড়ার শীর্ষে সিভিও পেট্রোকেমিক্যাল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেড। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

সূত্র জানায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৯৩ বারে ৫ লাখ ৩৮ হাজার ২৯৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৫১ লাখ টাকা।

 

তালিকায় ২য় স্থানে থাকা সিমটেক্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৭০ বারে ১ কোটি ৪ লাখ ৪৭ হাজার ২৯৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২১ কোটি ৯০ লাখ টাকা।

 

তালিকার ৩য় স্থানে থাকা জেনেক্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৭শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৬৭১ বারে ৩৯ লাখ ৩৩ হাজার ২২৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৮ কোটি ৭৭ লাখ টাকা।

 

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মেট্রো স্পিনিংয়ের ৮.৫৭ শতাংশ, আজিজ পাইপসের ৮.২৭ শতাংশ, আইএফআইসির ৮.১৪ শতাংশ, জেমিনি সী ফুডের ৮.১৪ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৬.৫২ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৬.২০ শতাংশ এবং বিকন ফার্মার শেয়ার দর ৬.১১ শতাংশ বেড়েছে।