মাইডাস ফাইন্যান্সের ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

দেশের শেয়ারবাজারে আর্থিক প্রতিষ্ঠান খাতে তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরের জন্য পাঁচ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

তথ্য মতে, ২০২০ সালের জন্য আড়াই শতাংশ নগদ ও আড়াই শতাংশ বোনাস লভ্যাংশ, অর্থাৎ মোট পাঁচ শতাংশ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৩ পয়সা।

 

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে তাদের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৬৯ পয়সা। আর ওই সময় কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৪৯ পয়সা লোকসান।

 

ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য আগামী ২০ সেপ্টেম্বর বেলা ১০টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ আগস্ট।

 

এদিকে, কোম্পানিটি মাইডাস সেন্টারের দক্ষিণ দিকে (হাউজ নং: ৫, রোড নং ১৬, ধানমন্ডি, ঢাকা) অবস্থিত ১১তম ফ্লোরের অর্ধেক কিনবে। সেখানে মাইডাসের ৩টি কার পার্কিং স্থানান্তর করা হবে।

 

ফ্লোর কিনতে মাইডাস ফাইন্যান্সের ১ কোটি ৭১ লাখ ৩৪ হাজার ৯৯৮ টাকা ব্যয় হবে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ২০ সেপ্টেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান এবং ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৫ আগস্ট নির্ধারণ করা হয়েছে।