শেয়ার দর বাড়ার শীর্ষে এস আলম কোল্ড রোল্ড

দেশের শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া কোম্পনিগুলোর মধ্যে এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ারের দাম সবচেয়ে বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় ডিএসইর শেয়ারের দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২ আগস্ট) সূত্রে এ জানা গেছে।

 

সূত্র জানায়, বৃহস্পতিবার (২৯ জুলাই) লেনদেন শেষে এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ারের দর ছিল ৩৩ টাকা। আর সোমবার (২ আগস্ট) লেনদেন শেষে দাম বেড়ে দাঁড়ায় ৩৬.৩০ টাকায়। ফলে শেয়ারের দাম ৩.৩০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

 

ডিএসইর শেয়ারের দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিংয়ের ৯.৯৪ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৯.৯৩ শতাংশ, তাওফিকা ফুডের ৯.৯৩ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৯.৯৩ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৯.৯৩ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৯.৯২ শতাংশ, এএফসি এগ্রোর ৯.৯০ শতাংশ, সুহৃদের ৯.৮৫ শতাংশ এবং আরএসআরএম স্টিলের ৯.৬৮ শতাংশ দাম বেড়েছে।