ইবিএল এএমএল ইউনিট ফান্ডের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
বে-মেয়াদী (Open-end) মিউচুয়াল ফান্ড ইবিএল
এএমএল ফার্স্ট ইউনিট ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই ফান্ডের
ইউনিটহোল্ডাররা সর্বশেষ হিসাববছরের (জুলাই’২০-জুন’২১) জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ
পাবেন।
গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) অনুষ্ঠিত ফান্ডটির
ট্রাস্টি কমিটির সভায় লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফান্ডটির পরিচালনার দায়িত্বে থাকা ইবিএল
অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সর্বশেষ বছরে ফান্ডটির ইউনিট
প্রতি আয় (Earning Per Unit-IPU) হয়েছে ১ টাকা ৭২ পয়সা।
গত ৩০ জুন এই লভ্যাংশের রেকর্ড তারিখ ছিল।
অর্থাৎ চলতি বছরের ৩০ জুন তারিখে যাদের কাছে ফান্ডটির ইউনিট ছিল, তারা-ই ওই লভ্যাংশ
পাবেন।