বিকেলে পাঁচ কোম্পানির পর্ষদ সভা
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি
পূর্ব ঘোষিত পর্ষদ সভা করবে আজ। সোমবার (২৬ জুলাই) বিকেলে পর্ষদ সভা হবে। ঢাকা স্টক
এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
যেসব কোম্পানির পর্ষদ সভা করবে সেগুলো
হলো, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, লিন্ডে
বিডি এবং ম্যারিকো।
জানা গেছে, বেলা ৩টায় ওয়ান ব্যাংক, ফার্স্ট
সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ম্যারিকোর পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এছাড়া, বেলা সাড়ে ৩টায়
লিন্ডে বিডির এবং বিকেল ৪ টায় গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের পর্ষদ সভা হবে।
এসব কোম্পানির পর্ষদ সভায় প্রান্তিক আর্থিক
প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।