তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে আফতাব অটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইলস লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

তথ্য মতে, আলোচ্য সময়ে (জানুয়ারি-মার্চ২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৮ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ১১ পয়সা।

 

৯ মাসে (জুলাই-মার্চ,২১) কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০৮ পয়সা। আগের বছর একই সময় আয় ৫৮ পয়সা ছিল।

 

উল্লেখ্য, ৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৯ টাকা ৪০ পয়সা ।