আগামীকাল থেকে নতুন সূচিতে শেয়ারবাজার

ঈদ-উল-আজহার আগে গত সোমবার শেষ লেনদেন হয়েছে পুঁজিবাজারে। ঈদ ও সাপ্তাহিক ছুটি শেষে আগামীকাল রোববার থেকে ফের পুঁজিবাজারে লেনদেন শুরু হবে। তবে গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া কঠোর লকডাউনে পুঁজিবাজারে লেনদেনের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসবে। ইতিমধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সে বিষয়ে নির্দেশনা দিয়েছে। বিএসইসি ও স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

 

গত সোমবার (১৯ জুলাই) দেশের দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

 

সূত্র অনুসারে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ২৫ জুলাই থেকে লেনদেন শুরু হবে সকাল ১০টায়। আর তা ব্যাংক লেনদেন শেষ হওয়ার আধাঘণ্টা আগে পর্যন্ত চলবে।

 

ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে জানিয়েছে, আগামী ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যাংকে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন হবে। সে হিসেবে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অর্থাৎ আড়াই ঘণ্টা লেনদেন হবে।

 

পুঁজিবাজারে লেনদেন শুরুর আগের ১৫ মিনিট অর্থাৎ সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত থাকবে প্রি-ওপেনিং সেশন। অন্যদিকে লেনদেন শেষ হওয়ার পরবর্তী ১৫ মিনিট অর্থাৎ বেলা সাড়ে ১২টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত থাকবে পোস্ট ক্লোজিং সেশন।