সাড়ে সাত বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ডিএসইএক্স সূচক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক গত
সাড়ে সাত বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছাল। আজ বিকেল ৩টা ২৮ মিনিট পর্যন্ত সূচকটি
৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৭১ পয়েন্টে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রোববার ইতিহাস থেকে মাত্র
২৭ পয়েন্ট পিছিয়ে থেকে লেনদেন শুরু হয়। সকাল ১০টায় লেনদেন শুরুর পর ১৫ পয়েন্ট বেড়ে
গেলে পরে সূচক কিছুটা কমে যায়। পরে ৬ হাজার ৩৩১ পয়েন্টে উঠে বেলা ১১টায়। তবে ১১টা ৯
মিনিটে ডিএসইতে কারিগরি জটিলতায় লেনদেন বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা ২০ মিনিট পর লেনদেন
শুরু হয়।
এরপর সূচক কিছুটা কমে ৬ হাজার ৩১৪ পয়েন্টে
নেমে আসে। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ জানায়, লেনদেন আড়াইটার বদলে চলবে
বেলা সাড়ে তিনটা পর্যন্ত চলবে।
লেনদেন শেষে ৫৭ পয়েন্ট বেড়ে ডিএসইএক্স
সূচক দাঁড়ায় ৬ হাজার ৩৬৫ পয়েন্টে। বেলা দুইটা ২৬ মিনিটে সূচক পৌঁছে ছয় হাজার ৩৩৭ এ।
সঙ্গে সঙ্গে ভেঙে যায় ২০১৭ সালের ২৬ নভেম্বরের রেকর্ড। সেদিন সূচক ছিল ছয় হাজার ৩৩৬
পয়েন্ট।
ডিএসইএক্স সূচক চালুর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের
সূচকের নাম ছিল ডিএসই সূচক। সেই সূচকের সঙ্গে তুলনায় করলেও পুঁজিবাজারের এই অবস্থানকে
সাড়ে ১০ বছরের সর্বোচ্চ বলা যায়।
এদিন শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান
করছে এক হাজার ৩৫৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক সামান্য বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৭৪
পয়েন্টে।
এদিন প্রধান বাজার ডিএসইতে লেনদেন হওয়া
অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ২১০টির দর বেড়েছে।
কমেছে ১৫০টির। আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির দর।
টাকার অঙ্কেও এদিন লেনদেন বেড়েছে। এদিন
এক হাজার ৭৯৩ কোটি টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো
এক হাজার ৭৮৯ কোটি টাকার।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের
(সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬০.৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৭৯.৫৪ পয়েন্টে।
সিএসইতে আজ ৩২০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭০টির দর
বেড়েছে, কমেছে ১৩৭টির আর ১৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭১ কোটি ৭৯ লাখ টাকার
শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।