কারিগরি জটিলতা: এক ঘণ্টা ২০ মিনিট পর ডিএসইতে লেনদেন শুরু

সপ্তাহের প্রথম দিন রোববার সকাল ১০টায় লেনদেন শুরু হওয়ার পরে বেলা ১১টা ৮ মিনিটে বন্ধ হয়ে যায়। এরপর ডিএসইর ওয়েবসাইটে কারিগরি ত্রুটির কথা জানিয়ে একটি নোটিস ঝুলিয়ে দেওয়া হয়।

 

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আবদুল মতিন পাটোয়ারি তখন বলেন, আমরা সমস্যার সমাধান পেয়েছি, কিছুক্ষণের মধ্যে লেনদেন শুরু হবে।

 

পরে বেলা সাড়ে ১২টায় লেনদেন আবার শুরু হয়। তখন ডিএসইর ওয়েবসাইটে আরেক নোটিসে বলা হয়, লেনদেন কখন শেষ হবে তা পরে জানিয়ে দেওয়া হবে।

 

এমনিতে ব্যাংকের লেনদেন সময়ের সঙ্গে মিল রেখে সপ্তাহে ৫ দিন বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন চলছিলে পুঁজিবাজারে।

 

লেনদেন বন্ধ হওয়ার আগ পর্যন্ত ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩২২ পয়েন্টে উঠেছিল। লেনদেন হয়েছিল ৫২৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার।

 

বেলা সাড়ে ১২টায় লেনদেন আবার শুরু হলে এক দফা পতনের পর আবার কিছুটা বেড়েছে সূচক। বেলা পৌনে ১টায় ডিএসইএক্স ছিল ৬ হাজার ৩২৮ পয়েন্টের ঘরে, যা আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেশি।