ইভ্যালির চেয়ারম্যান ও এমডির দেশত্যাগে এবার আদালতের নিষেধাজ্ঞা
দেশের আলোচিত-সমালোচিত ই-কমার্স প্ল্যাটফর্ম
ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং তার স্বামী ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক
(এমডি) মোহাম্মদ রাসেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল
কায়েশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের ভিত্তিতে এ নিষেধাজ্ঞা দেন।
শনিবার (১৭ জুলাই) বিষয়টি সাংবাদিকদের
জানান দুদকের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম। তিনি বলেন, 'অনুসন্ধানের ভিত্তিতে দুদক
গত ১৫ জুলাই তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদন করলে মহানগর সিনিয়র স্পেশাল জজ কে
এম ইমরুল কায়েশ আবেদনটি মঞ্জুর করেন।'
এর আগে ৯ জুলাই ইভ্যালির চেয়ারম্যান শামীমা
নাসরিন ও এমডি মোহাম্মদ রাসেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় দুদক। কোম্পানিটির বিরুদ্ধে
৩৩৮ কোটি টাকা জালিয়াতি বা আত্মসাৎ বিষয়ে দুদকের তদন্ত চলমান থাকায় এ নিষেধাজ্ঞা দেওয়া
হয়।
গত ৪ জুলাই, গ্রাহক ও মার্চেন্টদের কাছ
থেকে অগ্রিম নেওয়া ৩৩৮ কোটি টাকা আত্মসাৎ কিংবা অবৈধভাবে সরিয়ে ফেলার আশঙ্কা করে ইভ্যালি
ডটকমের বিরুদ্ধে মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
তার প্রেক্ষিতে তদন্ত শুরু করে দুদক।
এজন্য ৮ জুলাই দুদকের সহকারী পরিচালক মামুনুর
রশীদ চৌধুরীর নেতৃত্বে দুই সদস্যের একটি তদন্ত দল গঠন করেছে কমিশন। টিমের আরেক সদস্য
হলেন দুদকের উপ-সহকারী পরিচালক শিহাব সালাম।
গত মাসে বাণিজ্য মন্ত্রণালয়ে দেওয়া এক
পরিদর্শন প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংক জানায় যে, ইভ্যালির মোট দায় ৪০৭.১৮ কোটি টাকা।
গ্রাহকের কাছ থেকে অগ্রিম বাবদ ২১৩.৯৪
কোটি টাকা এবং মার্চেন্টদের নিকট হতে ১৮৯.৮৫ কোটি টাকার মালামাল বাকিতে গ্রহণের পর
স্বাভাবিক নিয়মে প্রতিষ্ঠানটির কাছে কমপক্ষে ৪০৩.৮০ কোটি টাকার চলতি সম্পদ থাকার কথা
থাকলেও রয়েছে মাত্র ৬৫.১৭ কোটি টাকা।
গ্রাহকদের কাছ থেকে ২১৪ কোটি টাকা অগ্রিম
গ্রহণ করে পণ্য ডেলিভারি না দেওয়া ও মার্চেন্টদের ১৯০ কোটি টাকা পাওনা ফেরত দেওয়ার
বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ
প্রতিযোগিতা কমিশনকেও নির্দেশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
গ্রাহক ও মার্চেন্টদের কাছে ইভ্যালির প্রকৃত
দেনা আরও বেশি হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয় গত মাসে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে।
এজন্যেই বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দলকে কোম্পানির ডাটাবেজে প্রবেশের অনুমতি দেয়নি
কোম্পানিটির কর্তৃপক্ষ।
এ ব্যাপারে মন্তব্যের জন্য যোগাযোগ করা
হলে, ইভ্যালির এমডি ও মুখ্য নির্বাহী (সিইও) মোহাম্মদ রাসেল তখন বলেন, ইভ্যালি দুদকের
অনুসন্ধানী দলকে পূর্ণ সহযোগিতা দেবে।
তবে একইসঙ্গে তার দাবি, অর্থ আত্মসাতের
কারণে নয়, বরং ব্যবসা উন্নয়নের কারণেই কোম্পানির সম্পদ ও দায়ের মধ্যে ব্যবধান বেড়েছে।
ইভ্যালি সিইও তখন জানান, তিনি ভ্রমণ নিষেধাজ্ঞার
বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন।
একাধিক ভিসা থাকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের
জবাবে তিনি বলেছিলেন, "আমাদের (স্ত্রীসহ) কখনো একাধিক ভিসা ছিল না। কয়েক বার বিদেশে
গেলেও আমরা দুজনেই কখনো অন্য দেশের নাগরিকত্বের জন্য আবেদনও করিনি। এদেশ আমাদের, আমরা
এখানে থেকে সকলের জন্য কাজ করতে চাই।"
তিনি বলেছিলেন, "বাংলাদেশের সব বড়
কোম্পানির সাথে আমাদের সম্পর্ক। হয়তো আমাকে ভালোবাসার জন্য ওনাদের ভয়ের এই বিষয়টা
আমাকে বলতেন না। আমরা সবার সাথেই ব্যবসা করেছি।"
দুদকের তদন্তের ফলে এখন তারা আরো বেশি
আস্থা পাবে উল্লেখ করে রাসেল বলেছিলেন, 'বিজনেস ডেভেলপমেন্ট এ লোকসান হয়েছে, সেটা
ব্যবসা করেই লাভে পরিবর্তন করে ফেলব; কারণ আমাদের ক্রয়মূল্য বাজারমূল্য থেকে অনেক
কম। সরকারের সামগ্রিক কার্যক্রম জনগণের স্বার্থ রক্ষার জন্যই।'