সাপ্তাহিক দরপতনের শীর্ষে মিথুন নিটিং
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে
টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। গত সপ্তাহে
শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৬.৪৭ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এসব
তথ্য জানাগেছে।
তথ্য মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট
৯৫ লাখ ৪১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৩ লাখ ৮৫ হাজার টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রগ্রেসিভ
লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৫ দশমিক ৮৬ শতাংশ।
সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ২৮ লাখ ২৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন
১ কোটি ৩২ লাখ ৬ হাজার টাকা।
নিউ লাইন ক্লোথিংস লুজার তালিকার তৃতীয়
স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ৫.৭৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি
সর্বমোট ৯ কোটি ৯ লাখ ৭৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ২৭ লাখ হাজার ৪৩ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হল: এস্কয়ার
নিট কম্পোজিট, রেনউইক যজ্ঞেশ্বর, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, মতিন
স্পিনিং মিলস, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।