নিষিদ্ধ হতে পারেন কোহলি
চেন্নাই টেস্টে জয়ের পথে আছে ভারত। ৪৮২ রানের টার্গেট তাড়ায় নেমে ইংল্যান্ড গতকালই ৩ উইকেট হারিয়েছে। আজ এবং আগামীকাল- এই দুই দিনে তাদের আরও ৪২৯ রান তুলতে হবে। দল জয়ের পথে থাকলেও ভারত অধিনায়ক বিরাট কোহলি আছেন বিপদে। গতকাল সোমবার ম্যাচের তৃতীয় দিনে কোহলি আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন। রীতিমতো ব্যাট হাতে তিনি তেড়ে যান আম্পায়ার নিতিন মেননের দিকে।
ঘটনার সূত্রপাত চেন্নাই টেস্টের তৃতীয়
দিন মধ্যাহ্ন ভোজের বিরতির আগের ওভারে। সেই ওভারে ড্যান লরেন্সের চতুর্থ বল অফ স্টাম্পের
দিকে খেলে তিন রান নেওয়ার চেষ্টা করেন রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় রান নেওয়ার সময় পিচের
বিপজ্জনক জায়গা দিয়ে দৌড়তে শুরু করেন কোহলি। তখন কোহলির দিকে এগিয়ে এসে তাকে সতর্ক
করেন আম্পায়ার নিতিন মেনন। ভারত অধিনায়ক কিন্তু বিষয়টা মেনে নেননি। বরং নিতিন মেননের
দিকে ব্যাট হাতে তেড়ে যান এবং তর্ক জুড়ে দেন।
এরপর দিনের শেষ ওভারে অক্ষর প্যাটেলের
বল জো রুটের প্যাডে আঘাত হানে। ভারতের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার নিতিন মেনন।
ভারত রিভিউ নেয়। রিভিউ দেখায়, বলটা ঠিকই স্টাম্পে লাগত। কিন্তু বল প্যাডে আঘাত হানার
সময় বলের পঞ্চাশ ভাগ স্টাম্পের বাইরে থাকায় সিদ্ধান্তটা 'আম্পায়ার্স কল' হিসেবে ইংল্যান্ডের
পক্ষে যায়। বেঁচে যান রুট। কিন্তু তারপরেও কোহলি সিদ্ধান্তটি মানতে পারছিলেন না এবং
নীতিন মেননের সঙ্গে আবার তর্ক জুড়ে দেন।
শোনা যাচ্ছে, এমন আচরণের কারণে কোহলির
শাস্তি হতে পারে। আইসিসির আচরণবিধি অনুযায়ী মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ
দেখালে কিংবা কোনো সিদ্ধান্ত নিয়ে অনেকক্ষণ আলোচনা চালালে খেলোয়াড়দের শাস্তি দিতে পারেন
ম্যাচ রেফারি। আর এই ম্যাচের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ এসব ব্যাপারে বেশ কড়া। তবে
এখন পর্যন্ত আইসিসির কাছে রিপোর্ট জমা দেননি ম্যাচ রেফারি। এমন অপরাধে ক্রিকেটারকে
১ থেকে ৪টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। গত ২৪ মাসে ভারত অধিনায়ক দুটি ডেমেরিট পয়েন্ট
পেয়েছেন। আর দুটি পেলেই তিনি এক ম্যাচ নিষেধাজ্ঞা পাবেন।