লেনদেনের শীর্ষে বেক্সিমকো

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, সপ্তাহের চতুর্থ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ জুলাই) কোম্পানিটির ১৭২ কোটি ৩২ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সাইফ পাওয়ারের শেয়ার লেনদেন হয়েছে ৫৫ কোটি ৯৬ লাখ ৮ হাজার টাকার। ৪৩ কোটি ৮৪ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে লাফার্জ হোল ‍সিম।

 

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে: শাইনপুকুর সিরামিক, ফুয়াং ফুড, অ্যাক্টিভ ফাইন, ফুয়াং সিরামিক, পাওয়ার গ্রিড, অরিয়ন ফার্মা এবং বিডি থাই।