শুরু তালিবানি ফতোয়া, দাড়ি কাটা-মেয়েদের অবাধ বিচরণে নিষেধাজ্ঞা

ফের আফগানিস্তানের কয়েকটি জায়গায় আঞ্চলিক ভাবে কঠোর নিয়ম জারি করছে তালিবানরা। পুরুষদের দাড়ি কাটা, ধূমপান বন্ধ। মেয়েদের একা একা বাইরে বেরোনোয় নিষেধাজ্ঞা।

 

হাইলাইটস

·         যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে আমেরিকা নিজেদের সেনা সরিয়ে নিতেই, দ্রুত আফগানিস্তানের বেশিরভাগ অংশের দখল নিচ্ছে তালিবানেরা।

·         কিছু জায়গায় কঠোর বিধিনিয়মও লাগু করছে তালিবানরা।

·         স্থানীয় ইমামকে চিঠির আকারে ফরমান জারি করে কয়েকটি নির্দেশ।

 

আফগানিস্তানের উত্তর দিকের একটি প্রত্যন্ত জেলা নিজেদের দখলে নিয়ে প্রথমবার ফরমান জারি করল তালিবানেরা। স্থানীয় ইমামকে চিঠির আকারে পাঠানো ওই ফরমানে কয়েকটি নির্দেশের কথা জানিয়েছে তালিবানেরা।

 

কালাফগান জেলার ২৫ বছরের এক যুবক জানিয়েছেন, 'ওই নির্দেশে বলা হয়েছে, পুরুষ সঙ্গী ছাড়া কোনও মহিলা বাজারেও যেতে পারবে না। পুরুষদের দাড়ি কাটাও বন্ধ করা উচিৎ।' এছাড়া ধূমপানও নিষিদ্ধ করা হয়েছে। পাশপাশি তালিবানদের হুঁশিয়ারি, কেউ যদি নিয়ম-নীতি লঙ্ঘন করে তবে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে আমেরিকা নিজেদের সেনা সরিয়ে নিতেই, দ্রুত আফগানিস্তানের বেশিরভাগ অংশের দখল নিচ্ছে তালিবানেরা। কিছু কিছু জায়গায় কঠোর বিধিনিয়মও লাগু করছে তারা। সূত্র : এই সময়