গ্রামীণফোনের ১২৫ শতাংশ অন্তর্বতী ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন বুধবার (১৪ জুলাই) বিকেলে পরিচালনা পর্ষদের সভায় চলতি ২০২১ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২৫ শতাংশ অন্তবর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্র জানায়, চলতি অর্থবছরের প্রথমার্ধে (জানুয়ারি-মার্চ২১) গ্রামীণফোনের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৮৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৩ টাকা ৩০ পয়সা।

 

আলোচ্য অর্থবছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৯৮ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৭ টাকা ৭০ পয়সা।

 

অন্তবর্তী ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ আগস্ট।

 

উল্লেখ, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ অর্থবছরে গ্রামীণফোন ১৪৫ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এর আগে কোম্পানিটি ১৩০ শতাংশ অন্তবর্তী ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। সবমিলিয়ে আলোচ্য হিসাব বছরে মোট ২৭৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছেন কোম্পানিটির বিনিয়োগকারীরা। সর্বশেষ সমাপ্ত অর্থবছরে গ্রামীণফোনের ইপিএস হয়েছে ২৭ টাকা ৫৪ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ২৫ টাকা ৫৬ পয়সা।

 

৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৮ টাকা ৫৯ পয়সা, যা এর আগের অর্থবছর শেষে ছিল ২৮ টাকা ৪০ পয়সা।