পুঁজিবাজার লেনদেন চলবে আগের নিয়মে

ঈদকে সামনে রেখে চলমান কঠোর বিধি-নিষেধ শিথিল করেছে সরকার। এই সময়ের জন্য ব্যাংকিং সূচিতেই পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী বৃহস্পতিবার, রোববার ও সোমবার থেকে তিনদিন আগের নিয়মে চলবে ব্যাংকিং সেবা।

 

মঙ্গলবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন-ডিওএস থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

 

এতে বলা হয়েছে,ঈদের আগের তিনদিন অর্থাৎ বৃহস্পতিবার (১৫ জুলাই), রোববার (১৮ জুলাই) ও সোমবার (১৯ জুলাই) ব্যাংক লেনদেন হবে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ব্যাংকের আনুষঙ্গিক কাজ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

 

এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসির) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ব্যাংকিং কার্যক্রমের সাথে মিল রেখে আমাদের পুঁজিবাজারে লেনদেন হয়। ব্যাংকিং সময়ে যেহেতু পরিবর্তন আনা হয়েছে, পুঁজিবাজারেও পরিবর্তন হবে। ঈদের আগে আগামী তিনদিন আগের নিয়মে লেনদেন চলবে।

 

প্রসঙ্গত, ঈদুল-আজহাকে সামনে রেখে আজ ১৪ জুলাই বুধবার থেকে লকডাউন কিছুটা শিথিল করা হলে ব্যাংক রোববারেও খোলা রাখার সিদ্ধান্ত হয়।

 

জানা গেছে, ব্যাংকিং লেনদেন সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। যা করোনা মহামারির কারনে গত দুই রোববার বন্ধ ছিল। যে কারনে বাধ্য হয়ে পুঁজিবাজারওও বন্ধ রাখতে হয়েছিল। কারন পুঁজিবাজারে সিকিউরিটিজ লেনদেন হয়ে থাকে ব্যাংকের অর্থ আদান-প্রদানের মাধ্যমে।

 

এবার আগামি রোববার ব্যাংক খোলার সিদ্ধান্ত নেওয়ায়, স্বাভাবিকভাবে শেয়ারবাজারও ওইদিন খোলা থাকবে।

 

তবে ঈদ পরবর্তী লকডাউনের সময় রোববারগুলোর বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ব্যাংক।