মঙ্গলবার লেনদেনের শীর্ষে বেক্সিমকো

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

জানা গেছে, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার কোম্পানিটির ১৮১ কোটি ১৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা পাওয়ার গ্রিডের শেয়ার লেনদেন হয়েছে ৫৭ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার টাকার।

 

৪৭ কোটি ৭ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড।

 

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানি গুলোর মধ্যে রয়েছে -সাউথইস্ট ব্যাংক,লংকা বাংলা ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল, ফরচুন সুজ, অ্যাডভেন্ট, কেয়া কসমেটিক ও আমান ফিড লিমিটেড।